|

প্রাইমারি শিক্ষক নিয়োগ প্রশ্ন সমাধান ২০২৪(১ম,২য়,৩য় ধাপ)

প্রাইমারি ৩য় ধাপে “বিজ্ঞান ও ICT” থেকে কোনো প্রশ্ন হয় নি। সম্পূর্ণ নতুন আঙ্গিকে, নতুন ধারায় প্রশ্ন করা হয়েছে। সাধারণ জ্ঞানের প্রশ্ন গুলো তো আরও নতুন।

গতানুগতিক বিসিএস বা অন্য সেক্টর থেকে হুবহু তুলে দেয় নাই। সুতরাং সামনে যারা সরকারি চাকরি এক্সাম দিবেন, তারা তথাকথিত অনলাইনওয়ালা শিক্ষকদের সাজেশনের উপর নির্ভর না করে; নিজের অর্জিত জ্ঞানের উপর নির্ভর করবেন।

এই ক্লাস করলে ৪/৫ নম্বর কমন, এটা করলে ১০/১২ নম্বর কমন। এ-সব ব্যবসায়িক চিন্তাধারার প্রিলির ক্লাস থেকে নিজেকে সচেতনভাবে গুটিয়ে নিন। এখন প্রশ্নের যে নতুন ধারা শুরু হয়েছে; এটা চলতে থাকবে…..
আপনার জন্য শুভকামনা।

প্রাইমারি ৩য় ধাপের নির্ভুল প্রশ্ন সমাধান –

Primary Teacher Recruitment Question Solution 2024 third parts- 

Similar Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *