Screenshot 09 14 2023 01.39.51

secret of zionism bangla pdf free (eBook)

আমেরিকার বিখ্যাত ফোর্ড মোটরগাড়ি কোম্পানির প্রতিষ্ঠাতা মালিক হেনরি ফোর্ড। কোম্পানি পরিচালনা করতে গিয়ে তাঁর তো চক্ষু চড়কগাছ! এ কী! ইহুদিদের জায়োনিষ্ট জাল অক্টোপাসের মতো ঘিরে ধরেছে পৃথিবীকে! ফোর্ড ১৯২০ সালে শুরু করলেন নিজের পত্রিকা ‘দ্য ডিয়ারবর্ন ইনডিপেন্ডেন্ট’। সেখানে ৯১ পর্বের কলামে ধারাবাহিকভাবে তুলে ধরলেন ইহুদি জাল ও নেটওয়ার্ক। বিশ্বব্যাপী তুমুল হইচই শুরু হলো। জায়োনিষ্ট মুখোশ উন্মোচিত হলে আমেরিকান ব্যবসায়ীর কলমে। ইতোমধ্যে ফোর্ড-এর কলামগুলো নিয়ে চার খণ্ডের বই তৈরি হলো; নাম- ‘The International Jew’। 
 
book সিক্রেটস অব জায়োনিজম : বিশ্বব্যাপী জায়োনিস্ট ষড়যন্ত্রের ভেতর-বাহির
Author
Translator
Publisher
type pdf
Edition 1st Published, 2020
 
প্রতিক্রিয়ায় ইহুদি লবি জবাব দিতে লাগল। আমেরিকা থেকে কয়েকদিনের ব্যবধানেই সব বই লাপাত্তা হলো। পত্রিকার বিরুদ্ধে সম্প্রীতি নষ্টের উস্কানির অভিযোগ উঠল। ১৯২৭ সালে বন্ধ করে দেওয়া হলো তার পত্রিকা এবং আলোচিত এই বই। কিন্তু চাইলেই কি সব বন্ধ করে দেওয়া যায়? আশির দশকে আবার প্রকাশিত হলো বইটি। দুনিয়াব্যাপী ২৩টি ভাষায় অনূদিত হলো। বিশ্বখ্যাত সেই বইটির বাংলা অনুবাদ ‘সিক্রেটস অব জায়োনিজম’।
 
secret of zionism bangla pdf link: dowload hereor,

সিক্রেটস অব জায়োনিজম pdf

এখানে ক্লিক করুন ]

see more Post:
শিরোনাম :- কলম ধরবো
কলমে ✑ জসিম উদ্দিন সরকার

আমি কলম ধরবো সত্যের পথে
মর্মের ব্যথা লুকিয়ে থাকা কথা,
আমি প্রকাশ করবো আমার কলমে।

মিথ্যাকে ভেঙ্গে, সত্যকে খুঁজে নিবো
আমি গদ্যে আর পদ্যে।

আমি ধ্বংস করে দেবো দুর্নীতির হাত
সত্যটা তুলে দেবো আমার কলমে।

অনাহারীর মুখের হাসি ফুটিয়ে দেবো আহারে,
অপরাধীর হাত বেঁধে দেবো কারাগারে।

জালিমকে বন্দী করে কেড়ে আনব ধন
সত্য প্রকাশ করে আমি,
জয় করবো সবার মন।

বেঁধে দেবো আমি সুদ ঘুষেরই হাত
অনাহারীর আহার হবে জালিমদের ভাত।

সত্যের সন্ধানে ঘুরবো আমি
কলমে ধরিয়ে দেবো সকল আসামী

ভেঙ্গে দেবো তাদের পিঞ্জর
অন্যায় আর জুলুমের ঘর।

আমার কল থাকবে সবার সাথে
কেউ নাহী মোর পর,
সত্যকে খুঁজে আনব আমি আপন হাতে
সমতায় বাঁধবে ঘর এই সমাজে।

Similar Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *