প্রত্যাবর্তন আরিফ আজাদ pdf (eBook) || prottaborton pdf By Arif Azad
প্রত্যাবর্তন আরিফ আজাদ pdf free
লেখকের নাম: আরিফ আজাদ
ক্যাটাগরি: ইসলামিক বই
১ম প্রকাশ: ২০১৮ সাল
শার’ঈ সম্পাদনায়: Ali Hasan Osama
প্রত্যাবর্তন আরিফ আজাদ বই রিভিউ:
নন মুসলিম পরিবারে অন্য ধর্ম নিয়ে জন্মগ্রহণ। এরপর সত্যের পথে, ইসলামের পথে ফিরে আসার গল্প।
প্রচন্ড মন খারাপ। আমার মন সাধারণত এমনি এমনি খারাপ হয় খুব কম সময়ই। যখন কোনো কারণবশত মন খারাপ হয়, তখন মন ভালো হতে হতে ক’দিন সময় লাগে।
বইটি খুলে মাঝখান থেকে একটি ‘ফিরে আসার গল্প’ পড়া শুরু করলাম।
আশ্চর্য হলাম, যে বিষয়টা নিয়ে মন খারাপ, যে বিষয়টা নিয়ে সিদ্ধান্তহীনতায় ভুগছি সেই বিষয়টাই এই বইয়ে আমার পড়া প্রথম গল্পে দেওয়া! শিহাব আহমেদ তুহিন ভাইয়ের ‘গল্পটা হাসি-কান্নার’ এই গল্পে।
প্রত্যাবর্তন বইটার বিষয়বস্তু শুনে মনে মনে ঠিক করেছিলাম বইটার গল্পগুলো এভাবে পড়বো যেমনটা ওষুধ খাবার ক্ষেত্রে করা হয়, ‘১টা করে রোজ একবেলা’।
এতে লাগুক প্রায় মাসখানেক সময়, তবুও আস্তে আস্তে বইটা পড়বো, প্রতিদিন একেকজন দ্বীনি ভাইয়ের দ্বীনে ফিরে আসার কাহিনী পড়ে উজ্জীবিত হয়ে একটা ‘লাইফ লেসন’ নেবো।
তারপর ও মোটামুটি বেশ সময় নিয়ে বইটা পড়েছি, আলহামদুলিল্লাহ। ভাইদের কিছু কিছু কথা হাইলাইটার দিয়ে মার্ক করেছি।
যদিও মুসলিম পরিবারে জন্মগ্রহণ করেছেন, কিন্ত দ্বীনে ফিরে আসার পর একজন অমুসলিমের মতো চিন্তা করা শুরু করতে হবে। আগের সব ভুলভ্রান্তি পেছনে ফেলে একেবারে নতুন করে ইসলামকে জানা শুরু করতে হবে। (আমার কথা, এতে যে জিনিসটা হবে সেটা হলো, নিজেদের স্বার্থে ইসলামের যেসব বিধিবিধান আমরা কাস্টমাইজড করে নেই সেগুলো থেকে মুক্তি পাওয়া যাবে। যার ফলে ভুল স্বত্তেও অনেক ক্ষেত্রে আমরা তা ত্যাগ করতে পারিনা, অতীতে করে আসছি সেই অজুহাত দেখিয়ে)।
মাসুদ শরীফ ভাইয়ের যে উক্তিটা ভালো লাগছে,
ইসলামের প্রকৃত সুলুক সন্ধান করতে হবে; দশম শ্রেণীতে ধর্মে এ-প্লাস পাওয়া ছাত্র-ছাত্রীর দৃষ্টিতে নয়।
নিশাত তামমিম আপু যে অসাধ্য (!) সাধন করেছেন সেটা পড়ে তো আমি আরো চমকে গেছি। আল্লাহর সন্তষ্টির জন্য সবচেয়ে প্রিয় বস্তুর প্রতি মায়া,ভালোবাসা ত্যাগ করার কথাটা আমাকে সাহস যুগিয়েছে।
“সবশেষে ফোল্ডারে আর ১০/১২ টি গান ছিলো যেগুলো না থাকলেই নয়। কোনো এক ইমোশনাল মোমেন্টে ‘বিসমিল্লাহ’ বলে চোখের পানি ছেড়ে দিয়ে পুরোটা ফোল্ডার একেবারে শিফট ডিলিট দিয়েছিলাম।”
আরমান ইবনে সোলাইমান ভাইয়ের সাথে ঘটে যাওয়া একটা কাঁকতলিয় ঘটনা মাত্র কয়েকদিন আগেও আমার সাথে ঘটেছে।
সূরাটি ছিলো পবিত্র কুরআনের ৭৫ নাম্বার সূরা, সূরা ক্বিয়ামাহ।
মুহাম্মাদ মুশফিক মিনার ভাইয়ের জীবনের লক্ষ শুনে অবাক হয়েছি, মনে মনে হেসেছিও, মনে মনে ভেবেছি ‘আসলেই তো’।
মিনার ভাইকে কেউ জীবনের লক্ষ্য জিজ্ঞেস করলে তিনি বলতেন, “মুসলিম মিশনারী হবো”।
মাহমুদুর রহমান ভাইয়ের গল্পের শেষ লাইনটা বেশি ভালো লাগছে।
“এটাই আমার হুজুর হবার ইতিহাস”।
ফয়সাল বিন আলম ভাইয়ের গল্প পড়ে একজন স্কলারের নাম জানতে পারি, ড. তৌফিক চৌধুরী।
গতরাতে উনার একটা ভিডিও দেখলাম (আমার দেখা উনার প্রথম ভিডিও)। যার শিরোনাম ছিলো, Such was our Prophet।
ইউটিউবে মাঝেমাঝে যাদের লেকচার শুনতাম (বিশেষত ইংরেজি), তখন মনে হতো আমাদের বাংলাদেশে কতশত মানুষ কত ডিগ্রি নিয়ে বিদেশে পড়ালেখা করছেন, অথচ ইসলাম নিয়ে কথা বলার মতো এমন কোনো আন্তর্জাতিক বক্তা কি আদৌ নেই?
ডা. শামসুল আরেফীন ভাই, আশরাফুল আলম ভাই, জাকারিয়া মাসুদ ভাই, রাফান আহমেদ ভাই সহ অমুসলিম ভাইদের দ্বীনে ফেরার কাহিনীগুলো পড়ে নিজের দোটানা কিছুটা হলেও লাগব হয়েছে, আলহামদুলিল্লাহ।
আল্লাহ্ তাকে উত্তম জাযা দান করুন। আমিন।
বইটি এখানে ২২ পৃষ্ঠা। বাকিটা কিনে পড়া ছাড়া উপায় নেই। তবে অনলাইনে এ লিংকে সম্পূূর্ণ পড়তে পারবেন।