পাশ্চাত্যের রাষ্ট্রচিন্তা বই pdf Download (অনার্স রাষ্ট্রবিজ্ঞান)
আদিমযুগের অসংগঠিত মানুষ প্রবৃত্তি ও অস্তিত্রক্ষার তাগিদে যৃথবদ্ধ ছিল। এই প্রবৃত্তি থেকেই পরবর্তী সময়ে সৃষ্টি হয়েছে সমাজ । পরবর্তীতে মানুষ সুসংগঠিত ও সুসংহত জীবনযাত্রার প্রেরণায় রাষ্ট্র সৃষ্টি করে। পাশ্চাত্যের রাষ্ট্রচিন্তা বই pdf free download করতে পারবেন এই পোস্ট থেকে.
রিভিউ
সমাজবদ্ধতা মানুষের সহজাত স্বভাব । মানুষের জন্ম, বৃদ্ধি, দৃষ্টি ও বুদ্ধিবৃত্তির বিকাশ এবং অবশেষে মৃত্যুও ঘটে সমাজের মধ্যে। গোষ্ঠীজীবন থেকে শুরু করে বিভিন্ন ধারায় বিভিন্ন স্তর অতিক্রম করে মানবসমাজ আধুনিক রূপ পরিগ্রহ করেছে। আদিতে মানুষ বনজঙ্গল থেকে তাদের খাদ্য সংগ্রহ করত। কালক্রমে মানুষ পশুপালন করতে শেখে। পশুপালন সমাজেই কালক্রমে ব্যক্তিগত সম্পত্তিবোধ ও বিনিময় ব্যবস্থার সূত্রপাত হয়। বিবাহের মাধ্যমৈ,ক্বতত্র পরিবার গঠনের ঘটনাও এই পর্বে সংগঠিত হয়। পশুপালন সমাজে অসাম্যৈর সূচনা হয় এবং সমভোগবাদী গোষ্ঠী জীবনেরও অবসান ঘটে ।
বৃষিকাজের সূত্রপাত মানবসমাজের ইতিহাসে এক নতুন যুগের সূচনা করে । কৃষি সমাজ গ্রামীণ সমাজে রূপান্তরিত হবার পর ব্যক্তিগত সম্পত্তি বিরোধের ভিত্তিতে ধনবৈষম্য প্রকট হতে থাকে । কৃষি ছাড়াও বিভিন্ন পেশার সৃষ্টি হয় এবং শ্রমবিভাগের সূচনা হয়। ব্যবসা বাণিজ্যের সম্প্রসারণের ফলে গ্রামীণ বাজারও ব্যাপকভাবে
সম্প্রসারিত হয়ে নগরের সৃষ্টি হয়। গ্রামীণ সমাজেই ব্যক্তিগত সম্পত্তি সংরক্ষণ, উত্তরাধিকার নির্ধারণ প্রভৃতি বিষয়ে নিয়মকানুন রচনা শুরু হয়। পরবর্তীকালে এই নিয়মকানুনই আইনে পরিণত হয়।
এভাবে বিবর্তনের ধারায় যে সুসংগঠিত গোষ্ঠীর সৃষ্টি হয়, তাকে বলা হয় উপজাতি। উপজাতীয় জীবনে যুদ্ধের প্রয়োজনে যুদ্ধনায়ক সৃষ্টি হয়। এই পর্যায়ে আত্মরক্ষা ও আক্রমণের জন্য যুদ্ধ অনিবার্ধ হয়ে পড়েছিল । যুদ্ধনায়ক যুদ্ধের সময় ছাড়াও শান্তির সময়ে শাসকের ভূমিকা পালন করতে লাগলেন। এই শাসকের পদ সুপ্রতিষ্ঠিত হয়ে রাষ্ট্রের উদ্ভব হয়।
সমাজ বিবর্তনের ইতিহাসে ব্যাপক সংখ্যক সনাতন সমাজের অস্তিত্ব পরিলক্ষিত হয় এবং সনাতন সমাজ থেকে আধুনিক সমাজের রূপান্তরণ প্রক্রিয়া আরন্ত হয়।
book info and download link
- বইয়ের নামঃ পাশ্চাত্য রাষ্ট্রচিন্তার ইতিহাস
- লেখকঃ অমৃতাভ বন্দ্যোপাধ্যায়
- পৃষ্ঠা সংখ্যাঃ ১০০ টি।
- ক্যাটেগরিঃ রাজনীতি বিষয়ক বই
- পিডিএফ সাইজঃ 3 মেগাবাইট।
- রকমারি থেকে ক্রয় করার লিঙ্কঃ পাশ্চাত্য রাষ্ট্রচিন্তার ইতিহাস বই
download link1 – Download Now2
praccer rastro cinta pdf demo image