আগামী ১৪ জুন, ২০২৩, বুধবার ০২ টায় বুয়েট এপ্রিল সেশন ২০২৩ এর MSc in CSE এর ভর্তিপরীক্ষা অনুষ্ঠিত হবে। অলরেডি বুয়েট এমএসসি এডমিশন টেস্টের সার্কুলার প্রকাশিত হয়েছে, যারা বুয়েট কে টার্গেট করছেন, তারা এখন থেকেই প্রস্ততি নিচ্ছেন।
কিন্তু এরকম অনেকেই আছেন যারা আবেদন করেছেন কিন্তু কি পড়বেন, কোথা থেকে পড়বেন এ ব্যাপারে কিছুই বুঝে উঠতে পারছেন না তাদের জন্য আমি কিছু প্রশ্ন ও ম্যাটেরিয়ালস শেয়ার করছি যেখান থেকে ধারণা নিয়ে আপনার প্রস্তুতি শুরু করতে পারবেন।
০১। সিলেবাস ও কিছু রিলেটেড প্রশ্নঃ (এখান থেকে বুয়েটের এমএসসি এর ভর্তি পরীক্ষার প্রশ্ন কেমন হয় তার সম্পর্কে ধারণা নিতে পারবেন)
০৪। যারা একেবারে Deep Level এর প্রিপারেশন নিতে চান, তারা বুয়েটের আন্ডারগ্রেড এর সিলেবাস ও বুয়েটে যেসব বই রেফারেন্স হিসেবে পড়ানো হয়, সেগুলো থেকে পড়ালেখা করতে পারেন। আপনার সুবিধার জন্য বুয়েটের সিলেবাস ও রেফারেন্স ম্যাটেরিয়ালস এর তালিকা সংযুক্ত করা হল।
আশা করছি সবার জন্য ভাল কিছু অপেক্ষা করছে। যাদের টার্গেট বুয়েট এপ্রিল সেশন ২০২৩, তাদের সকলের সফলতা কামনা করছি।
#1
#2
#3
#4
#5
#6
#7
JU Msc or PGD in IT/CSE
#1
#2
#3
#4
#5
PGD বিস্তারিত
PGD হচ্ছে এক বছর মেয়াদী একটা কোর্স। ঢাকার ভেতর রেপুটেড ভার্সিটির ভেতর তিনটি ভার্সিটিতে এই কোর্সটি অফার করে। BUET/DU/JU সহ আরো অন্যান্য ইউনিভার্সিটিগুলোর জন্য PGD সম্পর্কে আরো বিস্তারিত জানার জন্যে এবং PGD এ্যডমিশনের মার্ক্স ডিস্ট্রিবিউশন, কয় ঘন্টার এক্সাম, কি কি সাবজেক্ট থাকবে, নিয়ম-কানুন ইত্যাদি বিস্তারিত জানতে পারবেন এই পোস্টটির মাধ্যমে.
সন্ধ্যায় ক্লাস হয়, তাই জব এর পাশাপাশি করা যায়…
সিভিতে BUET/DU/JU এর ট্যাগ লাগানোর জন্যে এখন অনেকেই এই ডিগ্রীটি নিচ্ছে…
মোট ১০০ মার্ক্সের এক্সাম হয়:-
Computer রিলেটেড প্রশ্ন-উত্তর
Mathematics রিলেটেড প্রশ্ন-উত্তর
English রিলেটেড প্রশ্ন-উত্তর
এক নজরে Ict PGDIT in BUET/DU/JU
bd পিজিডি কোর্স
PGD on IT is 1 year course. In dhaka BUET, DU and JU is offering this course. Cost:
1. BUET –> 25 Thousand TK
2. DU –> 92 Thousand TK
3. Jahangir nagar university (JU) –> 70 Thousand TK
এডমিশনের জন্য যে বইগুলো কিনে পড়তে পারেন:-
bitbox ও cloud এ দুইটা বই পড়া যথেষ্ট। cloudটা না পেলে dreams এরটা পড়বেন।
এছাড়াও বেশি বেশি করে প্র্যাকটিস করবেন। link-indiabix
উপরের দেয়া বইগুলো অনেক অগোছালো, তাই গোছালো নোটসহ তৈরি করা বইটি অবশেষে মার্কেটে পাওয়া যাচ্ছে.
admission guide for PGD IT @ BUET/DU/JU এর বইটি এখন পাওয়া যাচ্ছে… ফিচারঃ
১। এই বইটি BUET / DU /JU এর পিজিডি এ্যডমিশন টেস্টকে টার্গেট করে লেখা।
২। উক্ত তিনটি ভার্সিটিতে যে যে টাইপ প্রশ্ন আছে তার সবই কাভার করা আছে
৩। এই বইতে মুলত ইংলিশ, ম্যাথ/আইকিউ, কম্পিউটার পার্ট এই তিনটি সেকশন কাভার করা আছে। এবং সব পিজিডি এক্সামেই শুধু এই তিনটি পার্ট থেকেই প্রশ্ন হয়।
৪। আর একটি কমপ্লিট ফুল লেন্থ মডেল টেস্টে এবং তার উত্তর দেয়া আছে।
৫। যেহেতু এটা MCQ এক্সাম, তাই হুবহু প্রশ্ন কমন পাওয়া নাও যেতে পারে। তবে আশা করা যায় রিলেটেড কিম্বা কাছাকাছি টপিকের প্রশ্ন আসবে।
৬। এই বই লেখা এবং এডিটের সাথে জড়িত ছিলেন কারেন্ট বুয়েট পিজিডি এর Students. এবং তিনি আরো অন্তত ৫/৭ জন Students যারা এই মুহুর্তে BUET/DU/JU তে পিজিডি পড়ছেন তাদের সাথে কথা বলে তারপর বইটি লিখেছেন।
—
বইটির পিডিএফ(soft copy) কিনতে চাইলে কমেন্ট করে আপনার whatsapp নাম্বার/ fb id link জানাবেন, আমরা জানিয়ে দেবো কিভাবে কোথা থেকে কিনবেন.
Screenshot 01 19 2024 14.51.03
Tags: pgd in ict buet, Ict pgdit in bangladesh, diploma in ict in bangladesh, pgd course in dhaka university, pgd course in jahangirnagar university.
pgdit course in buet
BUET এর PGD on ICT admission এর টেনটেটিভ মার্ক্স ডিস্ট্রিবিউশন:
ফুল মার্ক্সঃ ১০০
টাইমঃ ৯০ মিনিট
কোন নেগেটিভ মার্কিং নাই।
Math/Analytical-30
English-30
Computer Fundamentals: 40
সব সেকশনে আলাদাভাবে পাস করতে হবে। পাস মার্ক্স 40%
Screenshot 01 19 2024 14.55.53
JU PGDIT
JU এর PGD on IT এর মার্ক্স ডিস্ট্রিবিউশনঃ
ফুল মার্ক্সঃ ৬০
টাইমঃ ৬০ মিনিট
কোন নেগেটিভ মার্কিং নেই
Math20
English 20
Basic IT 20
Screenshot 01 19 2024 14.57.12
DU PGDIT
DU এর PGD on IT এর মার্ক্স ডিস্ট্রিবিউশনঃ
ফুল মার্ক্সঃ ১০০
টাইমঃ ৯০ মিনিট
কোন নেগেটিভ মার্কিং নেয়।
Math/Analytical 42
English 28
Basic ICT 30
Screenshot 01 19 2024 14.58.11
pgd course in NSTU
যে ৬ (ছয়) টি কারণে আপনি PGD on IT @BUET/DU/JU করবেন
লিখেছেন, Engr. Abdhullah-Al-Mamun, M.Sc. (ICT, BUET), B.Sc. (CSE,KUET), Lead software engineer, Eastern Bank Ltd. Former senior software engineer, Dutch-Bangla Bank Ltd.
—
পোষ্ট গ্রাজুয়েট ডিপ্লোমা বা PGD হচ্ছে Honors আর মাস্টার্স এর মাঝামাঝি এক বছর মেয়াদী একটা ডিগ্রী। এটি মাস্টার্সের সমান নয়। ঢাকার ভেতরে থেকে, জবের পাশাপাশি PGD করা যায় মুলত তিনটি রেপুটেড সরকারী ভার্সিটিতেঃ BUET কিম্বা DU কিম্বা JU থেকে আপনি এই ডিগ্রীটি নিতে পারেন। চলুন দেখা যাক এই ডিগ্রী করলে আপনার কি কি লাভ হতে পারেঃ
—
১। সিভিতে BUET/DU/JU এর মতঁ নামকরা সরকারী ভার্সিটির ট্যাগ লাগানোর জন্য PGD খুব ভালো একটা অপশন। এটা অবশ্যই চাকরীতে আপনাকে অন্যদের থেকে আলাদা করে রাখবে।
—
২। যারা নন-আইটি থেকে আইটি এর দিকে ক্যারিয়ার গড়তে চান তাদের জন্য এটা খুব ভালো একটা ওয়ে ক্যারিয়ার চেঞ্জ করে আইটি তে ক্যারিয়ার গড়ার জন্য। মুলত নন-আইটি স্টুডেন্ট যারা আইটি তে ক্যারিয়ার গড়তে চায় তাদের জন্যেই এই PGD কোর্সটি চালু করা হয়। তবে ইদানিং অনেক সিএসই গ্রাজুয়েটও সিভিতে ভালো ভার্সিটির ট্যাগ লাগানোর জন্যে PGD করে নিচ্ছেন। বিশেষ করে যারা প্রাইভেট ভার্সিটি থেকে CSE পড়েছেন তাদের অনেকেই সিভিতে BUET/DU/JU লেখার জন্য PGD করে থাকেন।
—
৩। এই ডিগ্রীটি করতে মাস্টার্সের চাইতে কম সময় লাগে, সাধারণত এক বছরের ভেতর এই ডিগ্রী শেষ হয়ে যায়।
—
৪। জবের পাশাপাশি করা যায়।
—
৫। আপনার মত যারা আইটি তে ক্যারিয়ার গড়তে চাই কিম্বা ইতোমধ্যে আইটি ফিল্ডে জব করে তারা যেহেতু এখানে পড়তে আসে, তাই আপনার লাইনের এত লোক এক সাথে পাচ্ছেন এখানে। প্রোফেশনাল নেটওয়ার্কিং এর এটা একটা ভালো সুযোগ
—
৬। থীসিস নেই, তাই প্র্যাক্টিক্যাল ফিল্ডে ইন্ডাস্ট্রীর লেটেস্ট টেকনোলোজী কে ফোকাস করা হয় এই কোর্সে। সুতরাং যারা টীচার হবে না, তাদের জন্য প্র্যাক্টিক্যাল কাজ শেখার এটা একটা ভালো সুযোগ.
—
হাজার হাজার সিভির ভেতরে আপনার সিভিকে আলাদা করে প্রেজেন্ট না করতে পারলে এই কম্পিটিটিভ জব মার্কেটে টিকে থাকা কিম্বা ভালো জব পাওয়া কঠিন। তাই চেষ্টা করা উচিত নিজেকে আলাদা প্রমাণ করা। সেই সেলফ ডেভেলোপমেন্টের ধারাবাহিকতারই একটা পার্ট PGD. ভালো ভার্সিটির PGD নন-আইটি দের ক্যারিয়ার মুভ করিয়ে আইটিতে আনার এটা যেমন একটা শক্ত হাতিয়ার তেমনি আইটি গ্রাজুয়েটদের সিভির ওয়েট বাড়ানোর জন্যেও PGD একটা ভালো অপশন। শুধু নেগেটিভ চিন্তা করে কিম্বা কান কথা শুনে ভয় পেয়ে বসে থাকবেন নাকি আল্লাহর নাম নিয়ে একটা পজিটিভ স্টেপ ট্রাই করবেন? লাইফ আপনার, চয়েস আপনার, প্যারা আপনার, ভালো জব পেয়ে প্রিয়জনের সাথে ভালোভাবে বেচে থাকতে পারলে সেই সুখও আপনার। তাই পাছে লোকে কিছু বলে মনোভাব ত্যাগ করে সামনের দিকে এগিয়ে যাওয়ার আহবান জানাই।
—
সবাই নামাজ পড়ুন, আমার জন্যে দোয়া করবেন। আল্লাহপাক আমাদের সবাইকে উত্তম রিজীক দান করুন। আমীন.